শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
সার্চ ইঞ্জিন গুগলের চেয়েও ৪৭ শতাংশ বেশি নিখুঁত সার্চ ইঞ্জিন
Home Page » এক্সক্লুসিভ » সার্চ ইঞ্জিন গুগলের চেয়েও ৪৭ শতাংশ বেশি নিখুঁত সার্চ ইঞ্জিনবঙ্গনিউজ ডটকমঃ গুগলের চেয়েও নিখুঁত একটি সার্চ ইঞ্জিন তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছে আনমল টাকরেল নামের কানাডার এক বালক। বয়স ষোল হলেও প্রযুক্তিগত জ্ঞানে যে সে গুগলকেও টেক্কা দিতে পারে সেটাই প্রমাণ করলো এমন একটি পার্সোনালাইজড সার্চ ইঞ্জিন তৈরি করে।বিশেষজ্ঞগন দাবী করছেন, আনমল টাকরেলের তৈরি করা সার্চ ইঞ্জিন গুগলের চেয়েও ৪৭ শতাংশ বেশি নিখুঁত এবং কার্যকর। একই সাথে বিশেষজ্ঞদের জরিপে বিশ্বের চলমান সব সার্চ ইঞ্জিনের বেলায় ২১% বেশি নিখুঁত হওয়ার খেতাব অর্জন করেছে আনমলের সার্চ ইঞ্জিন। মাত্র দুইমাসের মধ্যেই সমাপ্ত করেছে সে সার্চ ইঞ্জিনটির ডিজাইন এবং কোড লিখতে সময় নিয়েছে মাত্র ষাট ঘন্টা!
সম্প্রতি গুগল কর্তৃক আয়োজন করা হয় এক বিজ্ঞান মেলার। সেখানে কেবল ১৩ থেকে ১৮ বছর বয়সী অনলাইন স্কুল শিক্ষার্থীদের জন্য অংশগ্রহনের সুযোগ রাখা হয়। এই প্রতিযোগীতার জন্যই নিখুঁত এই সার্চ ইঞ্জিনের ডিজাইন করে আনে আনমল। এর পরবর্তী ঘটণা ভিন্ন রকমই বলা যায়, মাত্র ষোল বছর বয়সী বালকের তৈরি করা এ সার্চ ইঞ্জিন দেখেই চোখ কপালে উঠে আসে গুগলের বিশেষজ্ঞ বোর্ডের।
advertisement
নিজের তৈরি করা এ সার্চ ইঞ্জিন সম্পর্কে আনমল টাকরেল জানায়,’আমি আগে থেকেই পারসোনালাইজড সার্চ সেবায় নতুন কিছু করার চিন্তা করছিলাম। পরে দেখতে পাই আমি যেটা করতে চেয়েছি গুগল সেটি আগেই করে ফেলেছে। তখন বিষয়টি নিয়ে নতুন ভাবে ভাবতে থাকি আমি। আর ভাবনার ফলাফল যা দাড়ায় সেটি হলো গুগল যেহেতু কাজটি আমার আগেই করে ফেলেছে সুতরাং এটিকে কিভাবে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করবো আমি। পরবর্তীতে আমি সেটাই করেছি। ‘
আনমল আরো জানায়, ‘সার্চ ইঞ্জিনটি ব্যবহারকারীর বিভিন্ন আগ্রহের দিকে খেয়াল রেখেই ফলাফল উপস্থাপন করে দিবে। আর এর জন্যই এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী অ্যালগরিদম। যা বর্তমানে শীর্ষে থাকা সার্চ ইঞ্জিন গুগলের চেয়েও অনেকাংশে বেশি সেবা পরায়ণ হবে।’
বাংলাদেশ সময়: ১২:৫৫:০৩ ৩৯১ বার পঠিত