শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫

সনির স্মার্টফোন এক্সপেরিয়া জেড ৫

Home Page » এক্সক্লুসিভ » সনির স্মার্টফোন এক্সপেরিয়া জেড ৫
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫



ফোরকে প্রযুক্তির স্মার্টফোনে ভিডিও সুবিধা আরও উন্নতবঙ্গনিউজ ডটকমঃজাপানের সনি মোবাইল কমিউনিকেশন তার এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোনের নতুন একটি সংস্করণ বাজারে ছাড়তে যাচ্ছে। এক্সপেরিয়া জেড ৫ প্রিমিয়াম নামের এই স্মার্টফোনে ফোরকে রেজল্যুশনের পর্দা ব্যবহার করা হয়েছে। বিশ্বে এই প্রথম কোনো স্মার্টফোনে ফোরকে প্রযুক্তির পর্দা ব্যবহার করা হলো।
নতুন এই স্মার্টফোন দিয়ে উন্নত মানের ছবি তোলার পাশাপাশি আল্ট্রা হাই ডেফিনিশন মানের ভিডিও ধারণ করা যাবে এবং ৫ দশমিক ৫ ইঞ্চির পর্দায় ওই ভিডিও দেখা যাবে কোনো রকম বিঘ্ন ছাড়াই এবং ভিডিও ফুটেজের মানের অবনতি না ঘটিয়েই। গত বুধবার জার্মানির রাজধানী বার্লিনে সনি এই স্মার্টফোন তৈরির কথা ঘোষণা করে। এক্সপেরিয়া জেড ৫ প্রিমিয়াম ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৩৪৩০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি খুব দ্রুত চার্জ হয়। ১৮০ গ্রাম ওজনের এই স্মার্টফোন সহজেই পকেটে বহন করা যাবে। আগামী নভেম্বর মাসে এটি বাজারে আসছে। এর আগে অক্টোবর মাসে বাজারে ছাড়া হবে জেড ৫ ও জেড ৫ কমপ্যাক্ট নামে এক্সপেরিয়া সিরিজের আরও দুটি নতুন স্মার্টফোন। বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান

বাংলাদেশ সময়: ১০:৫৬:২৩   ৭৮৫ বার পঠিত