শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এখন ৯০ কোটি
Home Page » এক্সক্লুসিভ » হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এখন ৯০ কোটিবঙ্গনিউজ ডটকমঃহোয়াটসঅ্যাপগত চার মাসে মোবাইল ফোনে বার্তা আদান প্রদানকারী অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী বেড়েছে ১০ কোটি। ক্রমশই জনপ্রিয় হচ্ছে ফেসবুকের অধীন এই অ্যাপ্লিকেশনটি। হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জন কউম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ৯০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পার করেছে এটি। প্রতি মাসে একবার অন্তত সক্রিয় হন এমন ব্যবহারকারীর হিসাব এটি।
এ বছরের এপ্রিল মাসে ৮০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার কথা জানিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ গত চার মাসে যুক্ত হয়েছে ১০ কোটি ব্যবহারকারী। গত এক বছরে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর বৃদ্ধির হার ৫০ শতাংশ।
২০১৪ সালে এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় অধিগ্রহণের চুক্তি। ২০১৪ সালের আগস্টে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬০ কোটি যা এ বছরের শুরুতে এসে ৭০ কোটিতে দাঁড়ায়। যেখানে ফেসবুকের ১৪৪ কোটি সক্রিয় ব্যবহারকারীর পেছনে ছুটছে হোয়াটসঅ্যাপ সেখানে মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৩১ কোটি ৬০ লাখ। গত প্রান্তিকে মাত্র তিন শতাংশ হারে বেড়েছে টুইটার ব্যবহারকারী।
৯০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ায় হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জন কউম ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এদিকে, ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিরও ব্যবহারকারী বাড়ছে। এ বছরের জুনে ৭০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ফেসবুকের মেসেঞ্জার। ফেসবুকও সম্প্রতি একদিনে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে।২০০৯ সালে বার্তা আদানপ্রদানের অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। এখন প্রতিটি মোবাইল প্ল্যাটফর্মে রয়েছে এই অ্যাপটি। স্কাইপ ও ভাইবারের সঙ্গে প্রতিযোগিতা করতে বিভিন্ন ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৯ ২৮৭ বার পঠিত