বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
আগামী রোববার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ
Home Page » আজকের সকল পত্রিকা » আগামী রোববার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভবঙ্গনিউজ ডটকমঃ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী রোববার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোটের পক্ষে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এর আগে বিকেলে জোটের এক বিজ্ঞপ্তিতে শনিবার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল, পরে তা পরিবর্তন করে রোববার করা হয়। শনিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী থাকায় এদিন কর্মসূচি প্রত্যাহারের জন্য বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচি ঘোষণা করে ২০-দলীয় জোটের দেওয়া বিজ্ঞপ্তির সঙ্গে একটি প্রচারপত্রও গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, গ্যাস-বিদ্যুৎ-সিএনজির ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির ফলে অনিবার্যভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ‘প্রতিবাদ’ ও ‘প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়ে জোট বলেছে, এটা প্রতিরোধ করা না গেলে আগামী ডিসেম্বরে গ্যাসের দাম আরও বাড়বে। জনগণের কাছে কোনো দায়বদ্ধ সরকার এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে না।
এদিকে ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীও গতকাল দুপুরের দিকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি দেন।
বাংলাদেশ সময়: ১০:৪৮:২৮ ৩১১ বার পঠিত