বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫

বেতন বাড়ছে পাকিস্তানি ক্রিকেটারদের

Home Page » ক্রিকেট » বেতন বাড়ছে পাকিস্তানি ক্রিকেটারদের
বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃকেন্দ্রীয় চুক্তি নিয়ে অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে অচলাবস্থার অবসান ঘটেছে। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতে কোনো ধরনের পরিবর্তন না এনে খেলোয়াড়দের সাথে চুক্তি করতে যাচ্ছে পিসিবি।
পিসিবির এক ঘনিষ্ট সূত্রমতে জানা গেছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা পিসিবির কাছে প্রতিটি ম্যাচে জয়ের জন্য উইনিং বোনাস দাবি করেছিল। তবে বোর্ড নতুন চুক্তিতে প্রতিটি খেলোয়াড়ের জন্য পে-স্কেল বাড়ানোসহ তিন ধরনের ফর্মেটে ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো পারফরর্ম করা খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের বিধান রেখেছে। সূত্রটি বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, ‘চলতি সপ্তাহেই নতুন চুক্তির ঘোষণা আসছে। এই চুক্তিতে খেলোয়াড়রা ম্যাচ ফি’র ২৫ থেকে ৫০ শতাংশ বেশি পাবে। চুক্তির কোনো শর্তাবলী পরিবর্তন করা হয়নি। প্রতি বছরই খেলোয়াড়দের এই চুক্তি ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।’
তবে নতুন চুক্তির আওতায় প্রতি ম্যাচে জয়ের জন্য কোনো উইনিং বোনাস থাকছে না। তবে সিরিজ জয়ের জন্য বোর্ডের পক্ষ থেকে বোনাস প্রদান করা হবে। উদাহরণ স্বরূপ, পাকিস্তান যদি ভারত কিংবা আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনটি দলের মধ্যে যেকোনো একটিকে পরাজিত করতে পারে তবে খেলোয়াড়রা বোনাস পাবে। যা তাদের ম্যাচ ফি’র সাড়ে তিনশ’ শতাংশের সমান। একইভাবে র‌্যাঙ্কিংয়ের নীচে থাকা কোন দলকে হারাতে পারলে বোনাসের পরিমাণ হবে ম্যাচ ফি’র ১০০ শতাংশ।
ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে বোর্ড একজন ব্যাটসম্যানকে যেকোন ফর্মেটে সেঞ্চুরি করার জন্য ৩ লাখ ২৫ হাজার রুপি ও ডাবল সেঞ্চুরি করার জন্য ৫ লাখ ৭৫ হাজার রুপি ঘোষনা করেছে। একইভাবে এক ইনিংসে কোন বোলার পাঁচ উইকেট দখল করলে বোনাস হিসেবে ৩ লক্ষ ২৫ হাজার রুপি ও এক ম্যাচে ১০ উইকেট নিলে ১.১ মিলিয়ন রুপি পাবে।
গত ছয় মাস যাবত নতুন চুক্তির আওতায় খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা থেকে বিরত ছিল পিসিবি। যদিও ২০১৪ সালের সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বরই শেষ হয়ে গেছে। বিশ্বকাপ এবং অন্যান্য ইস্যুতে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে সমঝোতার অভাবে ছয় মাস সময় নিয়েছে পিসিবি। তবে নতুন চুক্তি চলতি বছরের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন চুক্তিতে আরো একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব ফর্মেটের অধিনায়করা ‘এ’ ক্যাটাগরিভুক্ত হবে। তাদের সাথে আরো থাকবেন মিসবাহ-উল-হক, আজহার আলী, শহীদ আফ্রিদী, ইউনিস খান ও মোহাম্মদ হাফিজ। 

বাংলাদেশ সময়: ৭:২৭:০৮   ৩৬৩ বার পঠিত