বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
ওবামা খ্রিস্টান না মুসলমান?
Home Page » বিশ্ব » ওবামা খ্রিস্টান না মুসলমান?বঙ্গনিউজ ডটকমঃআমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে মুসলমান হিসেবে মনে করেন অধিকাংশ রিপাবলিকান ভোটার। ‘পাবলিক পলিসি পোলিং’ পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে- দেশটির বিরোধী দল রিপাবলিকান পার্টির ৫৪ শতাংশ সমর্থক বিশ্বাস করেন বারাক ওবামা হচ্ছেন মুসলমান।
এছাড়া ৩২ শতাংশ উত্তরদাতা বলেছেন-ওবামা খ্রিস্টান নাকি মুসলমান সে বিষয়ে তারা নিশ্চিত নন। আর মাত্র ১৪ শতাংশ রিপাবলিকান ভোটার ওবামার আসল পরিচয় জানেন। তারা নিশ্চিতভাবে বলেছেন- ওবামা খ্রিষ্টান।
বারাক ওবামা যে খ্রিষ্টান ধর্মের অনুসারী তা তিনি বহুবার ঘোষণা করেছেন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ওবামার ধর্ম নিয়ে নানা ধরনের কথা ছড়িয়ে পড়ে। ওবামার বাবা ছিলেন কেনিয়ার অধিবাসী। আমেরিকায় পড়তে গিয়ে তিনি এক শেতাঙ্গ খ্রিষ্টান মহিলাকে বিয়ে করেন এবং বারাক ওবামার জন্ম হয়। তবে ওবামা তার মায়ের কাছেই বড় হয়েছেন এবং নিজেকে সব সময় খ্রিষ্টান ধর্মাবলম্বী হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন। তবে জরিপের ফলাফলকে দেশটির সাধারণ জনগণের অজ্ঞতার পরিচায়ক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশ সময়: ৭:১৮:১৩ ৪৫৭ বার পঠিত