মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লায় দুই বাংলার সাহিত্যিকদের মিলন

Home Page » ফিচার » কুমিল্লায় দুই বাংলার সাহিত্যিকদের মিলন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫



file-3-300x180.jpeg

বঙ্গনিউজ ডটকমঃ

আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা ৭টায় কুমিল্লা ঈশ্বর পাঠশালাস্থ রামমালা ছাত্রাবাসে কবি অনিল সরকার এর জন্মদিন পালিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বর পাঠশালার প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বিনয়ভূষণ দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও রবীন্দ্র একাডেমী ঢাকা’র সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ, কবি অনিল সরকার এর অনুজ উষা রঞ্জন সরকার ও আমেরিকা প্রবাসী আলোক ও চিত্রশিল্পী ওয়ায়েদুল্লাহ মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি অনিল সরকার সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা চর্চা কেন্দ্র, কুমিল্লা, বাংলাদেশ এর আহবায়ক এডভোকেট প্রহলাদ দেবনাথ। স্বাগত ভাষণ দেবেন সংগঠনের সদস্য সচিব ড.উত্তম কুমার মজুমদার।

কবির জন্মদিনে কবি অনিল সরকার আন্তর্জাতিক স্মারক সম্মান গ্রহণ করবেন। কবি ড. মুহাম্মদ সামাদ, সভাপতি জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ ও উপাচার্য ইউ.আই টি এস. ঢাকা। ড. আবুল আজাদ, চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ একাডেমী, ঢাকা ও আহবায়ক কবি  অনিল সরকার একাডেমী, ঢাকা। নুরুন্নাহার শিরিন, কবি ও গদ্যকার, ঢাকা, শ্রী রবীন সেনগুপ্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চিত্র সাংবাদিক, ত্রিপুরা, ভারত। শ্রী রনবীর সিংহ বর্মন, কবি অছেত মল্লবর্মন এডুকেশনালও কালচারাল সোসাইটি ও প্রাণী বিজ্ঞানী, পশ্চিম বঙ্গ ভারত। ড.গোপাল মনি দাস, কবি অনিল সরকার গবেষক ও লেখক, ত্রিপুরা, ভারত, শ্রীমতি জিনা রাজকুমারী গোস্বামী বিহু সংগীত নৃত্যগুরু, আসাম, ভারত। ড. প্রহলাদ রায়, অধ্যাপক বিনয় ভবন, বিশ্ব ভারতী, শান্তি নিকেতন, পশ্চিম বঙ্গ, ভারত। ড.তাপস পাল, অধ্যাপক কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বর্ধমান, ভারত। শ্রী বিধান রায়, সাংবাদিক ও লেখক, ত্রিপুরা, ভারত।

আবৃত্তি করবেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানি সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ, বাচিক শিল্পী ড. সাহাদাত হোসেন নিপু, এডভোকেট সুবীন দাশ গুপ্ত কবি ও নাট্যকার ত্রিপুরা ভারত। সঙ্গীত পরিবেশন করবেন বেতার শিল্পী জ্যোতি সূত্রধর, জীবনী পাঠ করবেন অচিত্য দাস টিটু, কবি অনিল সরকার রচিত কবিতা আবৃত্তি করবেন উত্তম বহ্নী সেন।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৪১   ৪০৬ বার পঠিত