মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার দাউদকান্দিতে নৌ-পরিবহন মন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » কুমিল্লার দাউদকান্দিতে নৌ-পরিবহন মন্ত্রী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫



bongo.jpg

বঙ্গনিউজ ডটকমঃ
নেছার আহমেদ নিশান-
স্টাফ রিপোর্টার-

কুমিল্লার দাউদকান্দিতে ৩০ আগস্ট রোববার সন্ধ্যায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাদের নদীগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এজন্য সামান্য বৃষ্টিতেই বন্যার সৃষ্টি হয়। দেশের ৫৩টি নৌপথ খনন শুরু হয়েছে, এ কাজ শেষ হলে দেশে আর বন্যা থাকবে না’।
১২টি গুরুত্বপূর্ণ নৌ-পথের খনন প্রকল্পের আওতায় মেঘনার মুখ কুমিল্লার দাউদকান্দিতে নৌ-পথ খনন কাজের উদ্বোধন শেষে রোববার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের ২৪ হাজার কি.মি. নৌ-পথের মধ্যে এখন রয়েছে মাত্র ৩ হাজার ৬০০ কিলোমিটার নৌ-পথ, বাকি পথ ভরাট হয়ে গেছে। ভরাট হওয়া নৌ-পথগুলো খননের জন্য ১১ হাজার ৪৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মেঘনার মুখ-দাউদকান্দি নৌ-পথের খনন কাজ শুরু হয়েছে’।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়ার সভাপতিত্বে এক আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক, ডেপুটি এ্যন্টর্নি জেনারেল অ্যাডভোকেট শফিউল বশর ভান্ডারী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও দাউদকান্দি পৌরসভা মেয়র আব্দুস সাত্তার।

বাংলাদেশ সময়: ১৭:১৫:০৬   ৩৯৮ বার পঠিত