কুমিল্লার দাউদকান্দিতে নৌ-পরিবহন মন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » কুমিল্লার দাউদকান্দিতে নৌ-পরিবহন মন্ত্রী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫



bongo.jpg

বঙ্গনিউজ ডটকমঃ
নেছার আহমেদ নিশান-
স্টাফ রিপোর্টার-

কুমিল্লার দাউদকান্দিতে ৩০ আগস্ট রোববার সন্ধ্যায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাদের নদীগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এজন্য সামান্য বৃষ্টিতেই বন্যার সৃষ্টি হয়। দেশের ৫৩টি নৌপথ খনন শুরু হয়েছে, এ কাজ শেষ হলে দেশে আর বন্যা থাকবে না’।
১২টি গুরুত্বপূর্ণ নৌ-পথের খনন প্রকল্পের আওতায় মেঘনার মুখ কুমিল্লার দাউদকান্দিতে নৌ-পথ খনন কাজের উদ্বোধন শেষে রোববার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের ২৪ হাজার কি.মি. নৌ-পথের মধ্যে এখন রয়েছে মাত্র ৩ হাজার ৬০০ কিলোমিটার নৌ-পথ, বাকি পথ ভরাট হয়ে গেছে। ভরাট হওয়া নৌ-পথগুলো খননের জন্য ১১ হাজার ৪৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মেঘনার মুখ-দাউদকান্দি নৌ-পথের খনন কাজ শুরু হয়েছে’।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়ার সভাপতিত্বে এক আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক, ডেপুটি এ্যন্টর্নি জেনারেল অ্যাডভোকেট শফিউল বশর ভান্ডারী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও দাউদকান্দি পৌরসভা মেয়র আব্দুস সাত্তার।

বাংলাদেশ সময়: ১৭:১৫:০৬   ৩৯৭ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ