মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫

স্কুলছাত্র আম্মান হত্যায় ৩ বন্ধুর মৃত্যুদণ্ড

Home Page » বিবিধ » স্কুলছাত্র আম্মান হত্যায় ৩ বন্ধুর মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃমঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় দেন।

 

ফাঁসির রায় পাওয়া তিনজন হলেন- জিয়াউর রহমান, আলমগীর এবং সালাহউদ্দিন। তাদের উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।

আদালত মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে বলে জানিয়েছেন এ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান লিখন।

রায়ের বিবরণে বলা হয়, ২০০০ সালের ১৬ অক্টোবর জন্মদিনের অনুষ্ঠানে নেওয়ার কথা বলে আম্মানকে অপহরণ করে তার বন্ধুরা। পরে তারা আম্মানের বাবা তৌফিক শামসিকে ফোন করে মুক্তিপণ দাবি করে।

অপহরণের তিনদিন পর গাজীপুরের ন্যাশনাল পার্ক থেকে আম্মানের গলায় গামছাবাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

ওইদিনই তৌফিক শামসি লালবাগ থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে ১৪ জনের জবানবন্দি শুনে আদালত এ রায় দিল।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪৯   ৩০২ বার পঠিত