সোমবার, ৩১ আগস্ট ২০১৫

আজানের ভাষায় পরিবর্তন : মিসরে মুয়াজ্জিনের সাজা

Home Page » ফিচার » আজানের ভাষায় পরিবর্তন : মিসরে মুয়াজ্জিনের সাজা
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ মিসরে একটি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া। তিনি আজানকে ‘যুগোপযোগী’ করার চেষ্টায় এর ঐতিহ্যগত ভাষায় পরিবর্তন করায় তাকে শাস্তি দেয়া হচ্ছে।

অভিযোগে বলা হয়, মাহমুদ আল-মোগাজী নামের ওই মুয়াজ্জিন - আজান দেবার সময় ‘ঘুমানোর চাইতে নামাজ উত্তম’ এই ঐতিহ্যগত ভাষার পরিবর্তন করে আজান দেন ‘ফেসবুকে সময় কাটানোর চাইতে নামাজ উত্তম’।
নীলনদের অববাহিকায় কাফর আল-দাওয়ার নামে এক শহরের মসজিদে এ ঘটনা ঘটে।
জানা গেছে ‘ফেসবুকে সময় কাটানোর চেয়ে নামাজ উত্তম’ - মসজিদ থেকে এই অভিনব আজান শুনতে পেয়ে স্থানীয় লোকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং আল-মোজীর বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করেন।
এর পর আল-মোগাজীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, এবং মিসরের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘আজানের ভাষায় পরিবর্তনের অভিযোগে’ আইনি ব্যবস্থা নিচ্ছে।
তবে মুয়াজ্জিনেআল-মোগাজী এর প্রতিবাদ করছেন। তিনি স্থানীয় এক টিভির চ্যাট-শো অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, তিনি এর প্রতিবাদে অনশন ধর্মঘট করছেন।
তিনি বলছেন, তিনি রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল-সিসির কাছেও আবেদন জানাচ্ছেন যেন তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৬:০৪   ২৭৪ বার পঠিত