সোমবার, ৩১ আগস্ট ২০১৫
সংসদ এলাকায় সমাবেশ নিষিদ্ধঃ ডিএমপি
Home Page » আজকের সকল পত্রিকা » সংসদ এলাকায় সমাবেশ নিষিদ্ধঃ ডিএমপিবঙ্গনিউজ ডটকমঃ
জাতীয় সংসদের ৭ম অধিবেশন চলাকালে রাজধানীর কিছু এলাকায় নিরাপত্তার স্বার্থে অস্ত্রবহনসহ সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল রোববার বিকেলে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ম জাতীয় সংসদের ৭ম অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশনকালে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। সেহেতু আমি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় ৩১ আগস্ট (সোমবার) রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছি।
যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ তা হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগ-১৬ (পুরাতন-২৭) স্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডিনম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।
জাতীয় সংসদের ৭ম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:২১:১৩ ২৬৮ বার পঠিত