সোমবার, ৩১ আগস্ট ২০১৫

ফেলানির পরিবারকে পাঁচ লাখ রূপি দেয়ার নির্দেশ

Home Page » জাতীয় » ফেলানির পরিবারকে পাঁচ লাখ রূপি দেয়ার নির্দেশ
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



felani-murder.jpg

বঙ্গনিউজ ডটকমঃ

ফেলানি হত্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে পাঁচ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন। ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারকে এ অর্থ দিতে হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর। উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারী মাসে বাবার সঙ্গে সীমান্তের কাঁটাতার পেরিয়ে নিজের দেশে ফিরছিল বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুন। তার বিয়ে ঠিক হয়েছিল দেশে।

দালালদের সাহায্যে বেড়ার গায়ে তিনটি মই লাগিয়ে ফেলানি যখন সীমানা পেরচ্ছিল, সেই সময়ে প্রহরারত অমিয় ঘোষ তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি চালান। বি এস এফ নিজেই তার বাহিনীর সদস্যের বিরুদ্ধে হত্যার মামলা করে। আইন অনুযায়ী বি এস এফ তাদের নিজের আদালতেই বিচার করে ২০১৩ সালে অমিয় ঘোষকে নির্দোষ বলে রায় দেয়। বাহিনীর মহাপরিচালক সেই রায়ের পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিলেন। মামলার পুনর্বিচারেও অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১৩   ২৯৭ বার পঠিত