সোমবার, ৩১ আগস্ট ২০১৫

কমবে পেঁয়াজের দাম

Home Page » অর্থ ও বানিজ্য » কমবে পেঁয়াজের দাম
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



onion_vorer_pataবঙ্গনিউজ ডটকমঃ সংসদীয় কমিটি হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও কেন এ পণ্যের দাম বাড়ছে, তাও জানতে চাইছে কমিটি। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কমিটিকে আশ্বস্ত করে বলেছেন, ‘অচিরেই পেঁয়াজের দাম কমবে।’

রোববার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পেঁয়াজ নিয়ে আলোচনায় এ উদ্বেগ ও আশ্বাসের কথা উঠে আসে।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ারেসাত হোসেন বেলাল, এনামুল হক, আ ক ম বাহাউদ্দিন, মো. ছানোয়ার হোসেন প্রমুখ।

বৈঠক শেষে ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও এভাবে হঠাৎ করে পণ্যটির দাম বেড়ে যাওয়াটা উদ্বেগের। তবে বৈঠকে মন্ত্রী কমিটিকে আশ্বস্ত করেছেন, শিগগিরই পেঁয়াজের দাম কমে আসবে।’ এছাড়া পেঁয়াজের দাম বাড়ানোর জন্য কোনো সিন্ডিকেট করেও লাভ নেই বলে সাফ জানিয়ে দেন সংসদীয় কমিটির এই সদস্য।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৪৮   ৪০০ বার পঠিত