সোমবার, ৩১ আগস্ট ২০১৫

ইয়েমেনে বিমান হামলায় ৪০ জন নিহত

Home Page » বিশ্ব » ইয়েমেনে বিমান হামলায় ৪০ জন নিহত
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তবে মিত্রবাহিনী বলছে, তারা একটি বোমা তৈরির কারখানা লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে। রবিবার হাজ্জাহ প্রদেশ ও রাজধানী সানায় ওই হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হাজ্জাহ প্রদেশের একটি বোতল তৈরির কারখানায় ওই বিমান হামলা চালানো হয়। এতে ৩৬ জন বেসামরিক লোক নিহত হয়। ইসা আহমেদ নামের স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানান, বোতল কারখানায় কাজ করা ৩৬ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই পুড়ে মারা গেছে এবং অনেকের দেহ বিচ্ছিন্ন হয়েছে বলে জানান তিনি। অপরদিকে, রাজধানী সানার পার্শ্ববর্তী একটি বাড়িতে বিমান হামলা চালালে অন্তত চারজন বেসামরিক লোক নিহত হয়। একটি সামরিক ঘাঁটির পাশে বাড়িটি অবস্থিত। জোটবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি বেসামরিক লোকদের ওপর বিমান হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, বোতল কারখানা নয়, বরং বোমা তৈরির কারখানা নিশ্চিত হয়েই তারা হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আফ্রিকান অভিবাসীদের অস্ত্র ধরতে বাধ্য করছে বলেও অভিযোগ করেন তিনি। চলমান যুদ্ধের আগে আফ্রিকার দেশগুলো থেকে যেসব অভিবাসী দেশটিতে গেছে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। - 

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২২   ৪২১ বার পঠিত