সোমবার, ৩১ আগস্ট ২০১৫
ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত পাকিস্থান।।
Home Page » আজকের সকল পত্রিকা » ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত পাকিস্থান।।বঙ্গনিউজ ডটকমঃ
ভারত যদি আমাদের গ্রামবাসীকে টার্গেট করে, তাহলে পাকিস্তান যোগ্য জবাব দিতেই থাকবে। শনিবার ইসলামাবাদে একথা বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ।
এনএসএন বৈঠক বাতিল হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই পাকিস্তানে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত প্রায় ৪০ জন।
“যে কোনো পর্যায়ে গিয়ে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করব”, এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন পাক মন্ত্রী। যদি যুদ্ধ করতে বাধ্য করা হয়, তাহলে সেটাও ভালভাবে করতেই পাকিস্তান প্রস্তুত বলে উল্লেখ করেছেন তিনি।
পাকিস্তানের গুলিতে ভারতের চার বাসিন্দার মৃত্যু হয়েছে। ভারত যদি সীমান্ত পেরনোর চেষ্টা করে তাহলে, তাহলে দেশ রক্ষায় পাকিস্তান কড়া পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
আগামী মাসে রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে এই ইস্যু তুলবেন নওয়াজ শরিফ। গত কয়েক মাস ধরেই সীমান্তে চলছে গোলাগুলি। সম্প্রতি এনএসএ বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে। স্বাধীনতা পাওয়ার পর থেকে দুই দেশ দু’বার যুদ্ধে লিপ্ত হয়েছে কাশ্মীর দখল নিয়ে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি অত্যন্ত অশান্ত।
বাংলাদেশ সময়: ১১:১০:৪৬ ১৩২৬ বার পঠিত