রবিবার, ৩০ আগস্ট ২০১৫
বর্ণিল আয়োজনে সুমাইয়া শিমুর বৌভাত সম্পন্ন
Home Page » বিনোদন » বর্ণিল আয়োজনে সুমাইয়া শিমুর বৌভাত সম্পন্নবঙ্গনিউজ ডটকমঃবর্ণিল আয়োজনে সুমাইয়া শিমুর বৌভাত সম্পন্ন হল ঢাকার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে। ২৯ আগস্ট শনিবার বৌভাতের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমু ও নজরুলের পরিবারের সদস্য, আত্মীয় ও বন্ধুরা। পাশাপাশি মিডিয়ার নানা অঙ্গনের তারকারাও সাংবাদিকরাও ছিলেন নিমন্ত্রিত অতিথি হিসেবে।
প্রিয়জনদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত সুমাইয়া শিমু বলেন, ‘অভিনয়ের কারণেই বাংলাদেশের মানুষ আমাকে ভালোবেসেছে। আপন করে নিয়েছে। এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। যেভাবে ভালোবাসা পেয়েছি, নতুন জীবনের শুরুতেও সবার কাছে আমি সেই ভালোবাসাই চাইব। ভালোবাসা দিয়ে যাতে সংসার জীবনে স্বামী ও পরিবারের সবাইকে আপন করে নিতে পারি, সবাই সে দোয়া করবেন।’
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ের পিঁড়িতে বসেছেন শুক্রবার ২৮ আগস্ট সন্ধ্যায় ।
সুমাইয়া শিমু বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল অভিনেত্রীর নাম। এক যুগেরও বেশি সময় ধরে তিনি এই অঙ্গনে স্বমহিমায় বিচরণ করছেন। অভিনয়টা মূলত তার শখ ছিল। শখ থেকেই আস্তে আস্তে অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মাতে শুরু করে। সেই থেকে অভিনয় তার নেশা ও পেশায় পরিণত হয়।
বিয়ের পর অভিনয়ে আগের মতো নিয়মিত হবেন কি না সে বিষয়ে এখনই তেমন কিছু না জানালেও অভিনয়কে যে গুডবাই বলবেন না সেটা নিশ্চিত করেছেন সুমাইয়া শিমু। কারণ অভিনয়ের কারণেই তিনি আজকের সুমাইয়া শিমু। তাই তার ভক্ত-দর্শকদের পুরোপুরি ছেড়ে যেতেও চান না।
অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি।
সুমাইয়া শিমু বলেন, ‘পড়াশোনার জন্য কাজ অনেক কমিয়ে দিয়েছি। আপাতত পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকতে চাই।’চলতি বছরে পড়াশোনার জন্য খুব কম কাজ করেছেন সুমাইয়া শিমু। খণ্ড নাটকে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘লেক ড্রাইভ লেন’ নাটকে সুমাইয়া শিমু অপূর্বের বিপরীতে কাজ করেছেন। এনটিভিতে নাটকটি প্রচারিত হচ্ছে।
অন্যদিকে নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত।
বাংলাদেশ সময়: ১৪:৩৯:৪২ ৪১০ বার পঠিত