রবিবার, ৩০ আগস্ট ২০১৫
মোদীর সফর ঘিরে প্রস্তুতি শুরু লন্ডনে
Home Page » জাতীয় » মোদীর সফর ঘিরে প্রস্তুতি শুরু লন্ডনে
বঙ্গনিউজ ডটকমঃতাঁকে এক ঝলক দেখার জন্য মার্কিন মুলুকের তামাম ভারতীয়রা ভিড় জমিয়েছিলেন ম্যাডিসন স্কোয়ারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শুধু ভারতের মাটিতেই সীমাবদ্ধ নয়, আমেরিকাতেও যে তিনি সমান জনপ্রিয়, তা তো প্রমাণ হয়ে গিয়েছে গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারের সেই জনসভাতেই।
মোদীকে স্বাগত জানাতে এ বার প্রস্তুত হচ্ছে ব্রিটেন। আগামী নভেম্বরে ব্রিটেনে আসার কথা নরেন্দ্র মোদীর। ইউরোপ ইন্ডিয়া ফোরাম (ইআইএফ) জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মোদীকে অভ্যর্থনা জানাতে জমায়েত হবেন প্রায় ৭০,০০০ মানুষ।
|
মোদীর উদ্বোধনী বক্তৃতার পরেই স্টেডিয়াম চত্বর দীপাবলির আলোয় সেজে উঠবে। দীপাবলি ১১ নভেম্বর। মোদীও সে সময়েই লন্ডন আসছেন। তাই এই উৎসবের মরসুমের কথা মাথায় রেখেই উদ্যোক্তারা নানা রকম বাজি পুড়িয়ে এবং রঙিন আলোকসজ্জায় স্টেডিয়াম চত্বর সাজানোর কথা ভেবেছেন। ভারতীয়রা তো বটেই, অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ব্রিটেনের বহু এমপি, ব্যবসায়ী এবং বিনোদন ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত বিখ্যাত মানুষজনের।
ব্রিটেনের কর্মসংস্থান প্রতিমন্ত্রী প্রীতি পটেল জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ককে ব্রিটেন যথেষ্ট গুরুত্ব দেয়। নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক আরও দৃ়ঢ় হবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৪১ ৩৯২ বার পঠিত