রবিবার, ৩০ আগস্ট ২০১৫

১ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল!

Home Page » জাতীয় » ১ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল!
রবিবার, ৩০ আগস্ট ২০১৫



HORTAL-A-1420928421বঙ্গনিউজ ডটকমঃ বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায়  অনুষ্ঠিত হবে। এ বৈঠকে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১ সেপ্টেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিতে পারে ২০ দলীয় জোট।

বিএনপি ও ২০ দলীয় জোট সূত্র থেকে এমই তথ্যের আভাস পাওয়া যাচ্ছে। বৈঠকে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া সভাপতিত্ব করবেন।

বিএনপি ও ২০ দল সূত্র থেকে জানা গেছে, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১ সেপ্টেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির সম্ভাবনা আছে।  জানা গেছে, বৈঠক থেকে হরতালের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি) গত বৃহস্পতিবার গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়, যা ১ সেপেম্বর থেকে কার্যকর হবে। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহবানও জানানো হয়েছে।

এর আগে ২০ দলের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে জানতে চাওয়া হয়েছিলো এ বিষয়ে। জবাবে নজরুল ইসলাম খান বলেন, ২০ দলের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে

বাংলাদেশ সময়: ১৪:২২:২২   ৩৫৫ বার পঠিত