শনিবার, ২৯ আগস্ট ২০১৫
প্রতি দশ জনের মধ্যে একজন সেক্সোমনিয়া’য় আক্রান্ত
Home Page » স্বাস্থ্য ও সেবা » প্রতি দশ জনের মধ্যে একজন সেক্সোমনিয়া’য় আক্রান্তবঙ্গনিউজ ডটকমঃ ঘুমের ঘোরে অনেকে শুধু কথা বলা বা হাঁটা চলা করে না এমন কি গবেষণায় দেখা গেছে অনেকে ঘুমের মধ্যে এসব ছাড়া ও কিছু মানুষ যৌনমিলনেও লিপ্ত হচ্ছেন। যাকে বলা হয় ‘সেক্সোমনিয়া’।
ব্রিটেনের শীর্ষ বিছানা বিক্রেতা প্রতিষ্ঠান দ্য স্লিপ স্কুল এবং বেনসনস ফর বেডস’য়ের গাই মিডোজ এই গবেষণা করেন।
তিনি বলেন, “উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে একটি হল, গবেষণার জন্য প্রশ্ন করা প্রতি দশ জনের মধ্যে একজন সেক্সোমনিয়া’য় আক্রান্ত।”
গবেষণার জন্য ব্রিটেনের মোট ১৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের অভ্যাস পর্যবেক্ষণ করেন গবেষকরা।
তারা জানতে পারেন, প্রতি দশ জনের মধ্যে একজন ঘুমন্ত অবস্থায় টয়লেটে গিয়েছেন। প্রতি সাতজনের মধ্যে একজন ‘স্লিপ প্যারালাইসিস’য়ে আক্রান্ত হয়েছেন। আর দশজনের মধ্যে একজনের দম বন্ধ হয়ে গিয়েছিল।
সাইকোলজি টুডের মতে, নারীরা ‘স্লিপ সেক্স’য়ের সময় সাধারণত ‘সেক্সুয়াল ভোকালাইজেশন’ এবং মৈথুন করে থাকেন।
বাংলাদেশ সময়: ১:০৫:৩৭ ৩৬৬ বার পঠিত