
বুধবার, ৬ মার্চ ২০১৩
মানিব্যাগের বিকল্প মোবাইল ফোন…………
Home Page » এক্সক্লুসিভ » মানিব্যাগের বিকল্প মোবাইল ফোন…………সেলিম আজাদ বঙ্গ-নিউজ ডটকমঃ প্রযুক্তিবিদেরা বলেছেন, ভবিষ্যতে আর পকেটে কাগজের নোট নিয়ে ঘুরতে হবে না, ঝামেলা থাকবে না আর টাকা খুচরা করার। দোকানে গিয়ে নিজের মুঠোফোনটি ছোট্ট একটি যন্ত্রের সামনে ধরলেই সব হিসাব-নিকাশ সহজেই হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাবে বিক্রেতার কাছে। অনেকেই হয়তো বলবেন, এভাবে কেনাকাটা তো এখনো করা যায়। গুগল ওয়ালেট, পেপ্যালসেবা ইন্টারনেটে এভাবে কেনাকাটার সুযোগ দিচ্ছে। তবে এটা ঠিক যে গুগল ওয়ালেট কিংবা পেপ্যালের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু ব্যাপক আকারে অর্থাৎ একেবারে পাড়ার দোকান থেকে শুরু করে সব জায়গায় নোট বা কয়েন কেনাকাটার জন্য দরকার ভিন্ন ব্যবস্থা। আর এভাবে ব্যাপক আকারে কেনাকাটার জন্য তৈরি হয়েছে নতুন ধরনের ব্যবস্থা। কারিগরি ভাষায় একে বলা হয়, ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন’ সংক্ষেপে ‘এনএফসি’। এনএফসি পদ্ধতিতে সব ধরনের প্রযুক্তিনির্ভর ‘ইলেকট্রনিক’ লেনদেন করা যাবে আরও সহজে, দ্রুত এবং নিরাপদ উপায়ে। এনএফসি চিপ বিভিন্ন গেজেটের মধ্যে তারহীন যোগাযোগ স্থাপন করতে সক্ষম। ফলে আপনি কোনো কিছু কেনার পর সেটির বিল দিতে এনএফসি চিপের সামনে স্মার্টফোনটি ধরলেই হবে। মুঠোফোন ছাড়া ক্রেডিট কার্ডের সঙ্গেও এনএফসি চিপের যোগসূত্র স্থাপন সম্ভব।
জার্মান ই-কমার্স লবি গ্রুপ বুন্ডেসফেরবান্ড ইনফোমাৎসিউনসভির্টশাফট মনে করে, এনএফসি প্রযুক্তি ব্যবহার করে শিগগিরই গোটা জার্মানিতে ‘মোবাইল পেমেন্ট সিস্টেম’ চালু হয়ে যাবে। অবশ্য এনএফসি প্রযুক্তি জার্মানির আইন অনুযায়ী ভোক্তার তথ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে কি না, সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তবে লবি গ্রুপ মনে করে, এই প্রযুক্তির উন্নয়নের সুযোগ রয়েছে। ফলে তথ্য সুরক্ষার বিষয়টি সমাধান করা সময়ের ব্যাপার মাত্র। জাপান এ ক্ষেত্রে জার্মানির চেয়ে বেশ এগিয়ে আছে। সে দেশের গণপরিবহনের টিকিট বিক্রি করা হচ্ছে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে এবং তা ১০ বছর ধরে। প্রযুক্তিবিদেরা তাই বলছেন, ভবিষ্যতে মুঠোফোনই হতে পারে ওয়ালেট বা মানিব্যাগের বিকল্প।
ডিডব্লিউ ডট ডিই অবলম্বনে |
বাংলাদেশ সময়: ১৩:৩৮:০১ ৬০৪ বার পঠিত