শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

নিরাপত্তা চেয়ে নারী ব্লগারের জিডি

Home Page » জাতীয় » নিরাপত্তা চেয়ে নারী ব্লগারের জিডি
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃনিরাপত্তা চেয়ে এবার এক নারী ব্লগার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় শাম্মী হক নামের ওই নারী ব্লগার জিডি করেন। (জিডি নং ২০৫৩)। বিষয়টি মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর নিশ্চিত করেছেন। জিডির বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়ার বাসা থেকে বের হয়ে ধানমন্ডির মিনা বাজারে শপিং করতে যাচ্ছিলেন ওই ব্লগার। এ সময় অজ্ঞাত দুই যুবক তাকে অনুসরণ করেন। পরে এক সহকর্মীর সহায়তায় তিনি বাসায় ফিরে যান। পরের দিন নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়। তবে তিনি কোন ব্লগে লেখেন বা কি করেন তা বিস্তারিত জানা যায়নি। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ওসি জামাল বলেন, যে কারণে জিডি করেছেন তা তদন্ত করে সেই ধরণের ব্যবস্থা করা হবে। গত ৭ আগস্ট ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয় (২৭) তার রাজধানীর পূর্ব গোড়ানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিলাদ্রী হত্যার পর তার কথিত স্ত্রী আশা মনি অভিযোগ করেন এবং নিলয়ও তার ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, দুই জন নিলয়কে অনুসরণ করার পর নিলয় খিলগাঁও থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ বিভিন্ন অজুহাত দেখিয়ে অবশেষে জিডি নেয়নি। আজ মোহাম্মদপুর থানায় ব্লগার শাম্মী হকের জিডির বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, তার নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেয়া হবে। 

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৯   ২৮৪ বার পঠিত