রবিবার, ২৬ মে ২০১৩

চেলসিকে আরেকবার হারাল ম্যানসিটি

Home Page » খেলা » চেলসিকে আরেকবার হারাল ম্যানসিটি
রবিবার, ২৬ মে ২০১৩



mancity-sm20130526025113.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ফরাসি মিডফিল্ডার সামির নাসরির জোড়া গোলে তিনদিনের ব্যবধানে চেলসিকে দ্বিতীয়বার হারাল। শনিবার মেজর লিগ বেসবলের ভেন্যু ইয়াঙ্কিতে তারা ৫-৩ গোলের জয় পেয়েছে। আমেরিকা সফরে বৃহস্পতিবার প্রথম প্রীতি ম্যাচে ব্লুদের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছিল ম্যানসিটি।

দ্বিতীয় এই জয়ে নাসরির সঙ্গে অবদান রেখেছেন গ্যারেথ ব্যারি, জেমস মিলনার ও এডিন জেকো।

দুই মিনিটের মাথায় ব্যারির গোলে এগিয়ে যায় ম্যানসিটি। নিউইয়র্কের ইয়াঙ্কিতে ম্যাচ দেখতে আসা ৩৯, ৪৬২ জন দর্শকের মধ্যে আবারও প্রথম ম্যাচের উত্তেজনা ফিরে আসে। ২৬ মিনিটে ডেভিড সিলভার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাসরি।

ম্যানসিটি চাপে পড়ে দ্বিতীয়ার্ধে। শুরুতেই ডেভিড লুইজের দূরপাল্লার পাস থেকে দলের স্কোর ২-১ করেন র‌্যামিরেস। ৫৫ মিনিটে তৃতীয় গোল করে স্বস্তিতে ফিরিয়ে আনেন মিলনার। আবারও ব্যবধান কমান র‌্যামিরেস, ৬৯ মিনিটে তোরেসের পাস থেকে দ্বিতীয় গোল করেন। চার মিনিট পর নাসরি নিজের দ্বিতীয় গোল করেন (৪-২)। খেলার নয় মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় হুয়ান মাতার দুর্দান্ত ফ্রিকিকে ব্লুরা ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে।

কিন্তু ম্যানসিটির আত্মবিশ্বাস দমে যায়নি। ২০ মিটার দূর থেকে দারুণ এক গোলে চেলসিদের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন জেকো।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৫০   ৫০১ বার পঠিত