শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
সম্মিলিত উদ্যোগ নিয়ে কৃষকদের রক্ষা করতে হবে: মেনন
Home Page » জাতীয় » সম্মিলিত উদ্যোগ নিয়ে কৃষকদের রক্ষা করতে হবে: মেননবঙ্গনিউজ ডটকমঃ নগরায়ন-শিল্পায়নের ফলে ক্রমাগত বাংলাদেশের কৃষকরা জমি হারা হচ্ছেন। এ সমস্যা থেকে উত্তরণ করতে হলে নীতি-নির্ধারক তো বটেই, সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে কৃষকদের রক্ষা করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় সিরডাপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে প্রান্তিক কৃষকের সংখ্যা বেশি। অথচ জমিহারা হওয়ার ফলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নগরায়নের ফলে প্রতি বছর ১ ভাগ করে জমি কমে যাচ্ছে। পুঁজি সরবরাহ, ব্যাংক ঋণ কোনো সুবিধাই কৃষকরা পাচ্ছেন না। ওষুধের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হলেও দাম বেশি বলে ওষুধ কিনতে গিয়ে তাদের কষ্ট হয়।’
এসময় কৃষিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মূলত সমস্যা হচ্ছে কৃষকদের সংগঠনের অভাব। তারা মানববন্ধন ছাড়া আর কোনো আন্দোলন করতে পারেন না। ফলে রাজনৈতিক বা সাংগঠনিক কোনো মাধ্যমেই তাদের সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে যেভাবেই হোক তাদের ক্ষতি থেকে বাঁচাতে হবে।’
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (আরআইবি) আয়োজনে এগ্রারিয়েন স্ট্রাটিজিকেল ফর ওভারকামিং স্মল ফার্মাস শীর্ষক দুই দিনব্যাপী এ মত বিনিময় সভা ও কর্মশালা সভায় সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরআইবির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মেঘনা ঘাটাকুর্তা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সুরাইয়া বেগম, দিল্লির ফোকাস অন গ্লোবাল সাউথের কো-অর্ডিনেটর আফসার জাফরি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:০৩:০৮ ৩৬৪ বার পঠিত