শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

পাকিস্তান সুপার লিগে দুই বাংলাদেশী ক্রিকেটার!

Home Page » ক্রিকেট » পাকিস্তান সুপার লিগে দুই বাংলাদেশী ক্রিকেটার!
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃআগামী বছরের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার পিসিবির নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠী এ ঘোষণা দেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগামী বছরের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দোহায় পিএসএলের প্রথম আসর অনুষ্ঠিত হবে। টুর্মামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন ডলার। আমরা বিদেশী ক্রিকেটার ও স্পনসর থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি।’ পাকিস্তান সুপার লিগের জন্যে ২৫ বিদেশী ক্রিকেটারকে নির্বাচন করেছে পিসিবি। এর মধ্যে বাংলাদেশের দুই ক্রিকেটাররাও রয়েছে। বিষয়টি নিশ্চিত করলেও খেলোয়াড়দের নাম প্রকাশ করেননি নাজাম শেঠী। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা ৪০ জন বিদেশী ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। আশা করছি, লিগে আমরা ২৫ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারব। ২৫ ক্রিকেটারের মধ্যে ১৫ ক্রিকেটারই হবে বিশ্বমানের। এর মধ্যে চারজন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন করে ক্রিকেটার থাকবে।’ এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পিএসএল আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি। কিন্তু স্পন্সর ও লজিস্টিক সাপোর্ট না পাওয়ায় ভেস্তে যায় সে পরিকল্পনা। পিসিবির এবারের পরিকল্পনা শেষ পর্যন্ত টিকে কি না, কে জানে! -

বাংলাদেশ সময়: ১১:২০:১৫   ২৯৪ বার পঠিত