শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

২০০ মিটারের সোনাও বোল্টের

Home Page » খেলা » ২০০ মিটারের সোনাও বোল্টের
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়েও জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে স্বর্ণ জয় করেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। বৃহস্পতিবার চীনের বার্ডস নেস্টে অনুষ্ঠিত ২০০ মিটারের ফাইনালে বোল্ট ১৯.৫৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। আর গ্যাটলিন ১৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে সিলভার লাভ করেন।

গ্যাটলিনের বিরুদ্ধে বোল্ট এখন ২-০-এ এগিয়ে রয়েছেন। আগামী শনিবার তারা ৪x১০০ মিটারে অবতীর্ণ হবেন। 
বৃহস্পতিবার জয়ের পর গ্যাটলিন এসে বোল্টকে অভিনন্দিত করেন। বোল্ট এবং দুই প্রতিদ্বন্দ্বি হাত মেলান এবং খোশগল্প করেন।

রোববার ১০০ মিটার রেসে খারাপ শুরু করেও সবার প্রথমেই শেষ করেছিলেন বোল্ট। সেখানে গ্যাটলিনের সঙ্গে তাঁর সময়ের ব্যবধান ছিল মাত্র ০.০১ সেকেন্ডের। একেবারে ফটোফিনিশ। কিন্তু ২০০ মিটারে সে সবের ধার কাছ দিয়েও গেলেন না তর্কাতীতভাবে সর্বকালীন শ্রেষ্ঠ অ্যাথলিট। গ্যাটলিনকে অনেকটা পিছনে ফেলেই তিনি রেস শেষ করে ফেলেন। ২৯ বছয় বয়সি অলিম্পিক চ্যাম্পিয়ন যেখানে রেস শেষ করেন ১৯.৫৫ সেকেন্ডে। সেখানেই গ্যাটলিন শেষ করেন ১৯.৭৪ সেকেন্ডে।

তৃতীয় স্থানে শেষ করেন দক্ষিণ আফ্রিকার স্প্রিন্টার আনাস্কো জোবোদওয়ানা। তিনি সময় নেন ১৯.৮৭ সেকেন্ড।


সাত বছর আগে বেইজিং অলিম্পিকসে বোল্টের আশ্চর্য উত্থান শুরু হয়। এর পর থেকে তিনি গুরুত্বপূর্ণ কোনো আসরেই ২০০ মিটারে পরাজিত হননি।

বাংলাদেশ সময়: ১০:২৯:২৮   ২৮৭ বার পঠিত