শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

ইউরোপ সেরা হলেন মেসি

Home Page » খেলা » ইউরোপ সেরা হলেন মেসি
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃরোনালদো, লুইস সুয়ারেজকে হারিয়ে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হলেন বার্সা তারকা লিওনেল মেসি। বার্সেলোনাকে ট্রেবল শিরোপা উপহার দেয়ার পুরস্কারই পেলেন বলা যায়। গত মৌসুমে মোট ৫৮টি গোল করে এই তিনটি শিরোপা জেতেন আর্জেন্টাইন ক্ষুদে যাদুকর। তার হাত ধরেই ট্রেবল এসেছে বার্সার শোকেসে। গত এক বছরের পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার। সাংবাদিকদের সরাসরি ভোটেই নির্বাচিত হয় ইউরোপের সেরা। প্রতিদ্বন্দ্বি রোনালদো ৬১টি গোল করেছিলেন। কিন্তু তার দল একটি শিরোপাও জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে দ্বিতীয় গোলটি এসেছিল সুয়ারেজের পা থেকেই। তবুও মেসির পেছনেই থাকতে হলো তাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠানেই মেসির হাতে পুরস্কার তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। এরপর মেসি বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুব খুশি। গত বছরটা ছিল আমার জন্য খুবই স্পেশাল। তবে এর রহস্য কী তা নিজেও জানি না। আর আমি দারুণ একটি ড্রেসিংরুম পেয়েছিলাম। যে কারণে আরো সাফল্য এসেছে।’ ২০১১ সালে প্রথম যখন উয়েফা এ পুরস্কার প্রবর্তণ করে, তখন প্রথম জিতেছিলেন মেসি। এরপর বার্সার ইনিয়েস্তা, বায়ার্নের ফ্রাঙ্ক রিবেরি এবং রিয়ালের রোনালদো জেতেন এ পুরস্কার। এরপর দ্বিতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন মেসি। 

বাংলাদেশ সময়: ১০:২৮:১৬   ৩০৮ বার পঠিত