শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

শিল্প খাতে বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত

Home Page » জাতীয় » শিল্প খাতে বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



শিল্প খাতে বিদ্যুৎ সংযোগ উন্মুক্তবঙ্গনিউজ ডটকমঃ অর্থনীতির গতি বাড়াতে শিল্প খাতে নতুন বিদ্যুত্ সংযোগ দেওয়ার ওপর থেকে কড়াকড়ি তুলে নিয়েছে সরকার। গতকাল বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুত্ উত্পাদনের ‘সক্ষমতা বাড়ায়’ সরকার শিল্পসহ সব খাতে বিদ্যুত্ সংযোগ ‘উন্মুক্ত ও সহজতর’ করার এ সিদ্ধান্ত নিয়েছে।

 

উত্পাদনে বিপুল পরিমাণ ঘাটতির কারণে ২০১০ সালের নভেম্বরে শিল্প খাতে নতুন বিদ্যুত্ সংযোগ দেওয়া সীমিত করার নির্দেশনা দেওয়া হয়। ডবদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বিপু সাংবাদিকদের জানান, ‘এখন কোনো গ্রাহক বা কোনো শিল্পপ্রতিষ্ঠান আবেদন করলেই সংশ্লিষ্ট বিদ্যুত্ বিতরণকারী প্রতিষ্ঠান সংযোগ দেবে।’

১০ মেগাওয়াট পর্যন্ত চাহিদার শিল্পপ্রতিষ্ঠানের আবেদনে সংশ্লিষ্ট বিতরণকারী প্রতিষ্ঠানই সংযোগ দিতে পারবে। তবে চাহিদা ১০ মেগাওয়াটের বেশি হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। গত তিন বছরে ছোট কিছু শিল্প-কারখানা নতুন সংযোগ পেলেও বড় ও বেশি চাহিদার শিল্প-কারখানার ক্ষেত্রে কড়াকড়ি ও শর্ত দেওয়া ছিল। এই কড়াকড়ি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের উত্পাদন আগে কম থাকায় বড় কারখানায় নতুন সংযোগ দেওয়া বন্ধ ছিল। এখন উত্পাদন বাড়ায় সংযোগ উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুত্ বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে মোট ৩৬ হাজার শিল্পপ্রতিষ্ঠানে নতুন বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়। আর আবাসিক খাতে দেওয়া হয় ১৮ লাখ নতুন সংযোগ।

বাংলাদেশ সময়: ২:৪৪:১০   ২৯০ বার পঠিত