শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

Home Page » আজকের সকল পত্রিকা » নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে ৩ ছাত্রীর মৃত্যু, আহত ১২বঙ্গনিউজ ডটকমঃ নওগাঁর মান্দা উপজেলায় এক মাদ্রাসায় বিদ্যুৎস্পর্শে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার গনেশপুর ইউনিয়নের তমিজউদ্দিন চকদার হাফেজিয়া মহিলা মাদ্রাসায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১২ ছাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন, শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের মেয়ে সাদিয়া (১৪), দুর্গাপুর গ্রামের আলম হোসেনের মেয়ে নাদিয়া(১২) ও একই গ্রামের মিম (১৩) ।

এছাড়া, আহতরা হলেন, দুর্গাপুর গ্রামের মোসলেম আলীর মেয়ে জয়নব (১৫), গঙ্গারামপুর গ্রামের সামসুল আলমের মেয়ে শামীমা (১৪), গুডাগাড়ী গ্রামের নেকাব্বরের মেয়ে সাদিয়া (১৩), ময়নব আদর্শ গ্রামের সামসুলের মেয়ে খোদেজা (১০), রামরামপুর গ্রামের কাওসারের মেয়ে জান্নাতুন (১৩), সতীহাট গ্রামের হারুনুর রশিদের মেয়ে সাদিয়া (১২), একই গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে বৃষ্টি (১২) ও সুজনের মেয়ে আঁখী (১৫)। বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজারে ১০ বছর ধরে পরিচালিত হচ্ছে তমিজ উদ্দিন চকদার হাফেজিয়া মহিলা মাদ্রাসা। টিন শেটের দ্বিতলবিশিষ্ট মাদ্রাসার ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার গেছে। ওই তার ছিদ্র হয়ে টিনের সঙ্গে লেগে মাদ্রাসাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিকেলে আসর নামাজ পড়তে ছাত্রীরা মাদ্রাসার সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে সিঁড়ির লোহার রডে হাত দিলে বিদ্যুত্স্পৃষ্ট হয়। হাসপাতালে নেয়ার নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান জানান, বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:৩৯:৩৫   ২৬০ বার পঠিত