সোমবার, ২৪ আগস্ট ২০১৫

প্রেম করে দেশান্তরী

Home Page » প্রথমপাতা » প্রেম করে দেশান্তরী
সোমবার, ২৪ আগস্ট ২০১৫



খুলনায় আটক ভারতীয় ছয় কিশোর-কিশোরীকে গতকাল সোনাডাঙ্গা মডেল থানায় হাজির করা হয় : নয়া দিগন্তবঙ্গনিউজ ডটকমঃ প্রেমের টানে শুধু গৃহত্যাগ নয়, দেশান্তরী হয়েছে ওরা তিন জোড়া মানুষ। তাদের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলায় হাবড়া থানার। গত শনিবার দুপুরে তারা বেনাপোল সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বাসে চড়ে খুলনা আসে। রাতে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করছিল। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। গতকাল রোববার তাদের অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। 
সোনাডাঙ্গা মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১টার দিকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশের রাস্তায় ছয় কিশোর-কিশোরী ইতঃস্তত ঘোরাঘুরি করছিল। তখন সেখানকার লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ভারত থেকে পালিয়ে এসেছে ও তাদের কাছে কোনো পাসপোর্ট নেই বলে জানায়। তাদের সম্পর্কের ব্যাপারে মিঠুন রায় (১৮) ও হেমা (১৪), অপূর্ব বিশ্বাস (১৭) ও মিতালী (১৬) এবং আমিনুর ইসলাম (১৭) ও শিবানী (১৬) পরস্পর স্বামী-স্ত্রী বলে পরিচয় দেয়। ছেলে তিনজনের বাড়ি সলুয়া ৩ নম্বর সরকারি কলোনি। মিঠুনের বাবা রমেশ রায়, অপূর্বের বাবা ক্ষিতিশ বিশ্বাস ও আমিনুরের বাবার নাম নুরুল ইসলাম। হেমার বাবা অসিত বিশ্বাস ও শিবানীর বাবা শঙ্কর সিকদার। তাদের বাড়ি সালতিয়া। মিতালীর বাবা ফুলতলার অতুর অধিকারী। 
খুলনা থানার ওসি মারুফ আহমেদ জানান, তাদের কাছে ভ্যানিটিব্যাগ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কম বয়সী ছেলেমেয়ে। ওদের বিয়ে পরিবার মেনে নেবে না বলে তাদের আশঙ্কা। তাই আবেগের বশে বাড়ি ছেড়ে এসেছে। -

বাংলাদেশ সময়: ০:১৩:৫৭   ৩৫১ বার পঠিত