সোমবার, ২৪ আগস্ট ২০১৫
স্কুলছাত্রীর শ্লীলতাহানী
Home Page » জাতীয় » স্কুলছাত্রীর শ্লীলতাহানীবঙ্গনিউজ ডটকমঃ বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে এক ফার্মেসি মালিককে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে গাবতলী উপজেলার গোলাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গাবতলীর মড়িয়া গ্রামের ডা: গিয়াস উদ্দিনের ছেলে মাহিদুল হাসান ওরফে দালতন (৩২) গোলাবাড়ী বাজারে তার ওষুধের দোকানে রোববার বিকেল ৪টার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে দোকানের ভেতরে ডেকে নিয়ে শরীরের বিশেষ স্থানে হাত দেয়। ওই স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানানোর পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাহিদুল হাসান দালতনকে আটক করে বেদম মারপিট করে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ গোলাবাড়ী বাজারে আসেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দালতনকে গ্রেফতার করে থানায় নেয়ার চেষ্টা করলে জনগণ বাধা দেয়। অবশেষে গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত মাহিদুল হাসান ওরফে দালতনকে দুই বছরের কারাদন্ডের আদেশ দিলে বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।
গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০:০৬:৫৪ ২৬৮ বার পঠিত