সোমবার, ২৪ আগস্ট ২০১৫

ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানছে দানি

Home Page » বিশ্ব » ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানছে দানি
সোমবার, ২৪ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ হারিকেন দানি শনিবার লিউয়ার্ড দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি এলাকা ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, তবে ঝড়টি রোববার রাতে অথবা সোমবার ভোরে দ্বীপপুঞ্জে আঘাত হানার আগে ‘হারিকেনের শক্তি হারিয়ে ফেলে দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।’ এনএইচসি এর বুলেটিনে জানায়, এটি এখন লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে ৬৩৫ মাইল (১০২০কিলোমিটার) পূর্বে অবস্থান করছে। ঝড়টি ঘণ্টায় আনুমানিক ১২ মাইল বেগে উত্তরপশ্চিমে অগ্রসর হচ্ছে। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ মাইল বেগে দানির শনিবার রাতে বা ভোরে আরো গতি বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। লিওয়ার্ড দ্বীপপুঞ্জে সোমবার ঝড়টির প্রভাবে দুই থেকে চার ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। অ্যান্টিগুয়া, বারবুডা, মন্টিসেরাট, সেন্ট কিটস, নেভিস, অ্যাঙ্গুইলা, সাবা, সেন্ট ইউস্টাটিয়াস, সেন্ট মার্টিন, গুয়াডেলুপ, সেন্ট বার্থেলেমি ও সেন্ট মার্টিনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের নজরদারি জারি করা হয়েছে। এর অর্থ আগামী দুই দিনে এই এলাকাগুলো ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। -

বাংলাদেশ সময়: ০:০৪:২৯   ২৪৩ বার পঠিত