রবিবার, ২৩ আগস্ট ২০১৫
সিটিসেলকে আবারও উকিল নোটিশ পাঠাল গ্রামীণফোন
Home Page » এক্সক্লুসিভ » সিটিসেলকে আবারও উকিল নোটিশ পাঠাল গ্রামীণফোনবঙ্গনিউজ ডটকমঃ ৯ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৩৮৫ টাকা পাওনা দাবি করে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে আবারও উকিল নোটিশ পাঠিয়েছে গ্রামীণফোন।
এদিকে গ্রামীণফোনের মতো অন্যান্য অপারেটররাও সিটিসেলের কাছে টাকা পাবে। খুব তাড়াতাড়ি তারাও পাওনা আদায়ে উকিল নোটিশ পাঠাতে পারে বলে জানা গেছে।
সিটিসেলের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) পাওনা, প্রায় দুইশ কোটি টাকা আর বিটিআরসি পাবে প্রায় তিনশ কোটি টাকা। সব মিলিয়ে কিছুটা বেকায়দায় আছে সিটিসেল। তবে বিটিআরসির সব টাকা পরিশোধ করে তারা থ্রিজি সেবা কার্যক্রমে লাইসেন্সের জন্যে আবেদন করবে বলে জানা গেছে।
অন্যদিকে সিটিসেলের কাছে দেশে ১২টি ব্যাংকের পাওনার পরিমাণ ১২’ শ কোটি টাকা।
এর আগে ২০১৪ সালে গ্রামীণফোন আন্ত:সংযোগের ১০ কোটি ৬১ লাখ টাকা পাওনা চেয়ে সিটিসেলকে নোটিশ দিয়েছিল। তখন আগের কিছু বকেয়া পরিশোধ করে সিটিসেল।
বাংলাদেশ সময়: ১৯:৫৪:১০ ২৮১ বার পঠিত