শুক্রবার, ২১ আগস্ট ২০১৫

লতিফ সিদ্দিকীর রিট আবেদন খারিজ

Home Page » আজকের সকল পত্রিকা » লতিফ সিদ্দিকীর রিট আবেদন খারিজ
শুক্রবার, ২১ আগস্ট ২০১৫



লতিফ সিদ্দিকীর রিট খারিজবঙ্গনিউজ ডটকমঃ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রিটটি খারিজ করে নির্বাচন কমিশনের নোটিশ বৈধ ঘোষণা করেন। ফলে লতিফ সিদ্দিকীকে আগামী ২৩ আগস্টের শুনানিতে উপস্থিত থাকতে হবে।

এর আগে, গত ১৬ আগস্ট এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে রিট করেন লতিফ সিদ্দিকী। রিটে  নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিতের আর্জি জানানো হয়। পাশাপাশি, ওই চিঠি কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুলও চাওয়া হয়।

নির্বাচন কমিশন, আইন সচিব, নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) ও জাতীয় সংসদের স্পিকারকে  রিটে বিবাদী করা হয়।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্য করে লতিফ সিদ্দিকী মন্ত্রিত্বের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন।

দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের এই সাংসদকে। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।

বাংলাদেশ সময়: ১২:০১:৪১   ২৭৯ বার পঠিত