শুক্রবার, ২১ আগস্ট ২০১৫

আল্লাহ আমার সহায় : মুমিনুল

Home Page » ক্রিকেট » আল্লাহ আমার সহায় : মুমিনুল
শুক্রবার, ২১ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃমুমিনুল হক - খুব অল্প সময়ে দলের ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠা একজন। তার টেস্ট গড়ের দিকে তাকালে চোখ কপালে উঠে যাবে অনেক ক্রীড়া বিশ্লেষকের।

নিজের যোগ্যতায়, মেধায়, পরিশ্রমে জাতীয় দলে নিজের অবস্থান পোক্ত করেছেন। ৫৬ ব্যাটিং গড় নিয়ে ব্যাটিং করছেন বাংলাদেশ টেস্ট দলের তৃতীয় নাম্বারে।
দলে নিজের অবস্থান সম্পর্কে আইসিসির ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোন ফরমেটে খেলছি সেটা বড় ব্যাপার না, আমার সবচেয়ে মনে রাখার মুহূর্ত আমার জাতীয় দলে খেলা। আমি খুবই আনন্দিত আমি খেলতে পারছি এবং ক্রিকেটের দীর্ঘ পরিসরে খেলতে পারছি। প্রথম ম্যাচ খেলার আনন্দই অন্য রকম। এটাই সত্য। হ্যা যদি প্রিয় মুহূর্ত মনে করতে বলেন তবে আমার প্রথম সেঞ্চুরি সবার উপরে থাকবে।’


১১ টি টেস্ট হাফ সেঞ্চুরি করে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডের কাছাকাছি আছেন মুমিনুল। তবে নিজেকে ডি ভিলিয়ার্সের মতো ভাবতে আপত্তি তার। তিনি বলেন, ‘আমি কখনোই নিজেকে উপরের সারির ক্রিকেটার ভাবি না। আমার খুবই অস্বস্থি লাগে যখন মানুষ আমাকে টেস্ট খেলোয়াড় হিসেবে ডি ভিলিয়ার্সের সাথে তুলনা করে। আমার কঠিন অনুশীলনই আমাকে অনেক দূর নেবে এবং আমাকে সঠিক পথ দেখাবে। আমার ভাগ্য আমাকে অবশ্যই সফলতার পথ দেখাবে, এছাড়া আল্লাহ আমার উপর সহায় আছেন।’

বাংলাদেশ সময়: ৫:২১:৪৭   ২৮১ বার পঠিত