শুক্রবার, ২১ আগস্ট ২০১৫
তুরস্কে নতুন নির্বাচন ১ নভেম্বর
Home Page » বিশ্ব » তুরস্কে নতুন নির্বাচন ১ নভেম্বরবঙ্গনিউজ ডটকমঃআগামী ১ নভেম্বর নতুন করে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির হাই ইলেকশন কমিশন বোর্ড আজ বৃহস্পতিবার এই তারিখ প্রস্তাব করেছে। তবে দেশটির প্রধান চার দলের মধ্যে এ নিয়ে আলোচনা হবে। তাদের আপত্তি না থাকলে ১ নভেম্বরই হবে নতুন নির্বাচন। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সাথে কোনো দল কোয়ালিশন সরকার গঠন করতে রাজি না হওয়ার প্রেক্ষাপটে নতুন নির্বাচন করতে হচ্ছে।
গত জুন মাসের ওই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠাত না পাওয়ায় কোয়ালিশন সরকার গঠনের আলোচনা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তা ফলপ্রসু হয়নি।
গত ৭ জুনের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের একে পার্টি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও তারা এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। ফলে জোট সরকার গঠন ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কিন্তু কোনো দলই সরকারে থেকে কিংবা বাইরে থেকে তাদের সমর্থন দিতে অস্বীকার করে।
এর আগে এরদোগানের দল তিনবার নির্বাচনে এককভাবে জয়ী হয়েছিল।
-
বাংলাদেশ সময়: ৫:১৬:১৪ ২৮৩ বার পঠিত