শুক্রবার, ২১ আগস্ট ২০১৫
পাকিস্তানকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে দিচ্ছে চীন!
Home Page » বিশ্ব » পাকিস্তানকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে দিচ্ছে চীন!বঙ্গনিউজ ডটকমঃচীনের দেয়া অর্থে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে পাকিস্তান৷ মঙ্গলবার প্রকল্পের শিলান্যাস করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ প্রকল্পের জন্য খরচ হচ্ছে ১০ বিলিয়ন মার্কিন ডলার৷ যার বেশিরভাগটাই চীনের আর্থিক সহায়তা মারফত পেতে চলেছে ইসালামাবাদ৷
এটাই সম্ভবত পাকিস্তানের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে চলেছে৷১,১০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির উৎপাদনক্ষমতা যু্ক্ত এই কেন্দ্রটি গড়ে উঠছে চীনা প্রযুক্তিকে কাজে লাগিয়ে৷
চীনকে ধন্যবাদ জানাতে গিয়ে নওয়াজ বলেছেন, ‘এই প্রকল্প পাকিস্তান এবং চিনের সুসম্পর্কের প্রতীক৷ আমরা চীন সরকারের কাছে কৃতজ্ঞ৷দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে সর্বদা তৎপর থাকবে ইসলামাবাদ৷’
যদিও ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে পাকিস্তানের মধ্যেই বিরোধিতার সুর শোনা গেছে৷ পাকিস্তানের কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠন এই প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ অভিযোগ এই প্রকল্প পরিবেশের পক্ষে ক্ষতিকারক৷
বাংলাদেশ সময়: ৫:১৫:২৮ ২৭৮ বার পঠিত