বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছে আইসিসি!

Home Page » ক্রিকেট » বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছে আইসিসি!
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একজনকে সেরা ব্যাটসম্যান হিসাবে উল্লেখ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান খোদ আইসিসি। এই টাইগার ক্রিকেটারকে নিয়ে নিজেদের অফিসিয়াল ফেজবুকে স্টাটাস দেয় আইসিসি। সেখানে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান আইসিসি।

আইসিসি এই ক্রিকেটারকে সেরা বলে আসলে ভুল করেনি। বাংলাদেশ ক্রিকেটে এখন ভালো করলেও এ যাত্রার শুরুটা রফিক, হাবিবুল বাসার ও আশরাফুলের হাত থেকেই। সে হিসাবে হাবিবুল বাসারকে যেন সেরা মানতে ভুল করেনি এই প্রতিষ্ঠান। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয় আসে বাশারের হাত বেয়ে।

ব্যাটসম্যান হিসেবেও তিনি অনন্য। টেস্টে প্রথমবারের মত তিনি কোন বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। যেটা দীর্ঘ দিন ছিল। পরে সেদিন তামিম তাকে স্পর্শ করেন।

গত ১৭ আগস্ট ৪৩ বছরে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাসার। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে সবার উপরে তুলে দিয়েছে।

আইসিসির বার্তাটি হলো, শুভ জন্মদিন, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪২   ৩১২ বার পঠিত