বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫

ছয় প্রকল্পের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » ছয় প্রকল্পের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫



sheikh-hasina_pm_1436বঙ্গনিউজ ডটকমঃ একসঙ্গে ছয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের মাদারীপুরে দীর্ঘ প্রতীক্ষিত আসমত আলী খান ব্রিজসহ ৪টি ব্রিজ উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে তিনি সিলেট, পটুয়াখালী, কক্সবাজার, সুনামগঞ্জ ও গাইবান্ধা জেলায় একটি করে ব্রিজ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে’ ।

তিনি আরও বলেন, ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।’

মাদারীপুরের ৪টি ব্রিজ উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী সিলেট জেলায় নবনির্মিত গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চান্দেরপুর ব্রিজ উদ্বোধন করেন। এ ছাড়াও পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল ব্রিজ, কক্সবাজারের চকোরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে বেতাখালী ব্রিজ, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর ব্রিজ এবং গাইবান্ধা জেলার গাইবান্দা-নকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বরদহ ব্রিজ উদ্বোধন করেন বলে জানা যায় ।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৪১   ৩২৮ বার পঠিত