বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫
রাজন হত্যাকারীরা অমানুষ : শিক্ষামন্ত্রী
Home Page » শিক্ষাঙ্গন » রাজন হত্যাকারীরা অমানুষ : শিক্ষামন্ত্রীবঙ্গনিউজ ডটকমঃ শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীরা জঘন্য অমানুষ উল্লেখ করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ঘাতকদের যথাযথভাবে বিচার করা হবে। কেউ শাস্তি থেকে রেহাই পাবে না। পাশাপাশি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে রাজনের খুনী কামরুল ইসলামকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, তিনি বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতনকারী বর্বর নরপশুদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। মানুষের ভেতরের মনুষ্যত্বকে জাগ্রত করতে সামাজিক সচেতনামূলক গণআন্দোলন গড়ে তুলতে হবে। মা-বোন-শিশুদের সুরক্ষা দিতে সারা দেশে আইনের পাশাপাশি ব্যাপক প্রতিরোধ, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও বাদেআলী গ্রামে নিহত রাজনের পিতা-মাতাকে সান্তনা দিতে গিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শিক্ষামন্ত্রী এসময় নিজের তহবিল থেকে নিহত শিশু রাজনের পরিবারের সাহায্যার্থে তার বাবার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ। -
বাংলাদেশ সময়: ৩:৩৩:৪৫ ৩৪৩ বার পঠিত