রবিবার, ২৬ মে ২০১৩

মুক্তি পেল ইমনের নতুন ছবি ‘এই তো ভালবাসা’

Home Page » বিনোদন » মুক্তি পেল ইমনের নতুন ছবি ‘এই তো ভালবাসা’
রবিবার, ২৬ মে ২০১৩



emon1204c.jpgতোহা,বঙ্গ-নিউজ ডটকমঃএকটি বিজ্ঞাপন চিত্র দিয়ে শুরু। তারপর থেকে পরিচিতি ইমনের। এরপর অভিনয় করেছেন চলচ্চিত্রে। বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন নিয়মিত। তবে বেশ অনেকদিন পরই আজ শুক্রবার ঢাকাসহ দেশে মুক্তি পেয়েছে ইমনের ছবি। ছবিটির নাম ‘এই তো ভালবাসা’।রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবিতে ইমনের সাথে আরো আছেন নীরব, সিদ্দীক এবং নিপুন। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘খুবই রোমাঞ্চিত! অনেক দিন পর আমার একটি ছবি মুক্তি পেয়েছে। নিপুণের সঙ্গে এটাই আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি’।

ছবিটির শ্যুটিং সম্পর্কে বলতে গিয়ে ইমন বলেন, ‘অনেক দিন ধরে এ রকম কমেডি ছবি হয় না। যেহেতু ছবিটি হাস্যরসাত্মক, শুটিংয়ের সময়ও আমরা খুব মজা করেছি। আমি, নিরব আর সিদ্দিক একসঙ্গে হলেই দারুণ আড্ডা জমে যেত’।

উল্লেখ্য, ‘এই তো ভালবাসা’ ছবিটি পরিচালনা করেছেন পরিচালক শাহীন কবির টুটুল।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৫৬   ৮০২ বার পঠিত