বুধবার, ১৯ আগস্ট ২০১৫

আশরাফুলের সম্পর্কে যা জানালো বিপিএল কতৃপক্ষ।।

Home Page » ক্রিকেট » আশরাফুলের সম্পর্কে যা জানালো বিপিএল কতৃপক্ষ।।
বুধবার, ১৯ আগস্ট ২০১৫



4.jpg

বঙ্গনিউজ ডটকমঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর আগে আরো দুই দফা আয়োজিত হয়েছে। দর্শক প্রিয়তা পেয়েছিল সংক্ষিপ্ত ভার্ষনের মারদাঙ্গা এই টুর্নামেন্টটি। কিন্তু ২০১৩ সালে সর্বশেষ আসরটি বিতর্কিত হয়ে ওঠে ম্যাচ ফিক্সিংয়ের কালো থাবায়। তাই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরকে নতুন করেই সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বিপিএলে নতুনত্ব আনতে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি বাতিল করে নতুন করে দলের আহ্বান করে তারা।
আগের দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটরসের বিরুদ্ধে সরাসরি ওঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। এ জন্য ফ্রেঞ্চাইজিটির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এমন অবস্থায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স ছাড়াও ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত আশরাফুলদের ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘ফিক্সিং করা খেলোয়াড় ও দলগুলোর ব্যাপারে বিসিবি বা বিপিএলের কিছু করার নাই। এটা আইসিসির কাছ থেকে একটা নির্দেশ আছে যারা অপরাধী তারা কেউ থাকতে পারবে না।’
আগামী টুর্ণামেন্টে ঢাকা গ্ল্যাডিয়েটর্স অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আইনত তারা থাকতে পারছে না। কারণ তাদের বিরুদ্ধে একটা রায় এসেছে।

বাংলাদেশ সময়: ০:১৬:৩৮   ৩১৩ বার পঠিত