মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫
হস্তান্তর করেছে আটককৃত ২ বিএসএফ সদস্যকে
Home Page » সংবাদ শিরোনাম » হস্তান্তর করেছে আটককৃত ২ বিএসএফ সদস্যকেবঙ্গনিউজ ডটকমঃ
কুমিল্লায় আটককৃত বিএসএফ এর ২ সদস্যকে আজ মঙ্গলবার রাতে দু’দেশের ব্যাটালিয়নের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭.৩০ ঘটিকায় ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন বৌয়ারা বাজার বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৮৬/৩-এস এর নিকটবর্তী শুবানগর (বলের ডিভা) নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ মোস্তফা কামাল (৫০) গরু আনার জন্য গমন করলে ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের বলের ডিভা ক্যাম্পের টহল দলের সদস্য মুকেশ কুমার (২৭) বাংলাদেশী নাগরিককে ধাওয়া করে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মোঃ মোস্তফা কামালকে লক্ষ্য করে “ব্লাংক কার্টিজ” দিয়ে ০১ রাউন্ড ফায়ার করে।
উক্ত গুলির আঘাতে মোস্তফা কামাল তার পেটের ডান পার্শ্বে সামান্য আহত হয়। পরবর্তীতে বিএসএফ টহল দলের অপর সদস্য মোঃ রবিউল ইসলাম (২৪) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় বাংলাদেশী জনগণ উক্ত বিএসএফ সদস্যদেরকে আটক করে বৌয়ারা বাজার বিওপিতে হস্তান্তর করে।
এ সময় বিএসএফ টহল দলের সদস্য রিয়াজ আহমেদ ০২ রাউন্ড ফায়ার করে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত বিএসএফ সদস্যদেরকে রাত ০৯.৪৫ ঘটিকায় ১০ বর্ডার গাড ব্যাটালিয়নের অধীনস্ত বিবির বাজার আইসিপিতে অধিনায়ক, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং কমান্ড্যান্ট, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৩ ২৫৪ বার পঠিত