মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫

ব্যাংককে তীব্র বিস্ফোরণ, নিহত ২০

Home Page » বিশ্ব » ব্যাংককে তীব্র বিস্ফোরণ, নিহত ২০
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃতীব্র বিস্ফোরণে কেঁপে উঠল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সোমবার বিকেলে মধ্য ব্যাংককের বাণিজ্যিক কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরণটি হয়। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। সংখ্যাটি আরো বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতের সংখ্যা এখনো জানা যায়নি।

থাইল্যান্ডের রাজধানীর যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, এলাকাটি বেশ জনবহুল। বাণিজ্যিক কেন্দ্র থাকায় ভিড়ও ছিল থিকথিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে হঠাত্‍‌ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়া আর আগুনে ঢেকে যায় চারিদিক। ধোঁয়া কাটতেই দেখা যায় ইতিউতি ছড়িয়ে রয়েছে দেহাংশ। প্রশাসন সূত্রের খবর, এখন পর্যন্ত ২০ জন দেহ পাওয়া গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে কয়েক কিলোমিটার দূরের এলাকাও।

ব্যাংকক পুলিশের মুখপাত্র জেনারেল প্রাওত থাভরনসিরির কথায়, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তিনটি বোমা রাখা ছিল। দু’টি বিস্ফোরণ হয়েছে। তবে কোনো জঙ্গি সংগঠন এখনো বিস্ফোরণের দায় স্বীকার করেনি।’

 

`

বাংলাদেশ সময়: ১৮:৪৯:২৩   ২৮৪ বার পঠিত