মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫

এসে গেছে ট্রান্সপারেন্ট স্মার্টফোন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » এসে গেছে ট্রান্সপারেন্ট স্মার্টফোন
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫



ট্রান্সপারেন্ট স্মার্টফোনবঙ্গনিউজ ডটকমঃ ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। আপনার হাতের স্মার্টফোনটি যদি স্বচ্ছ হয়, নিঃসন্দেহে তা হয়ে ওঠবে অন্যদের স্মার্টফোন থেকে আলাদা। এবার  টান্সপারেন্ট স্মার্টফোন নিয়ে নিজেকে আলাদা করার সময় এসে গেছে। চীনে প্রথম বারের মতো প্রোটোটাইভ স্মার্টফোন জুক জেড ওয়ান (ZUK Z1) উদ্বোধন করল প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো।

জেড ওয়ান উদ্বোধনের ছবি পোস্ট হয় অনলাইনে। এরপরই ভাইরাল হয়ে ওঠে জুকের ছবি। বেজেল লেস ফ্রেমে তৈরি পুরোটাই স্বচ্ছ কাঁচের মতো দেখতে। তবে ফোনটিতে আর কোন নতুনত্ব নেই বলেই জানা গেছে।

স্মার্টফোনের সবরকম ফিচার নিয়েই নির্মিত হয়েছে ট্রান্সপারেন্ট এই ফোন। তবে ছবি ছাড়া স্মার্টফোনটি নিয়ে আর কোনও তথ্য প্রকাশ হয়নি এখন পর্যন্ত। চীনে জিয়াওমির সঙ্গে পাল্লা দিতেই লেনোভোর এই অভিনব প্রয়াস বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৪:২৬:১৫   ৩৪২ বার পঠিত