মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫
শওকত মাহমুদ গ্রেপ্তার
Home Page » প্রথমপাতা » শওকত মাহমুদ গ্রেপ্তারঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের পরাজিত প্রার্থী তাবিথ আউয়ালের সংবাদ সম্মেলনে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বঙ্গনিউজ ডটকমঃ মঙ্গলবার ঢাকার পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের কাছে গাড়ি থামিয়ে বিএনপিপন্থি এই সাংবাদিক নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদা রঙের একটি মাইক্রোবাসে করে নিয়ে যায় বলে আর্দশ ঢাকা আন্দোলনের সদস্য বিএনপি নেতা আমজাদ হোসেন জানান।
গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, “শওকত মাহমুদের নামে কয়েকটি মামলা আছে। এ কারণেই তাকে ধরা হয়েছে।”
সামারাই কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ধরার কথা ছিল তাবিথ আউয়ালের পক্ষে ভোটের প্রচারে কাজ করা আর্দশ ঢাকা আন্দোলনের নেতাদের। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ এর সদস্য সচিব।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার অভিযোগে যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় শওকত মাহমুদ আসামি।
বাংলাদেশ সময়: ১৪:১৫:৫২ ৩৩২ বার পঠিত