মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫

কুমিল্লায় বিএসএফের ২ সদস্য আটক

Home Page » আজকের সকল পত্রিকা » কুমিল্লায় বিএসএফের ২ সদস্য আটক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫



কুমিল্লায় বিএসএফের ২ সদস্য আটক

বঙ্গনিউজ ডটকমঃ কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী শুভানগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের কুমিল্লা-১০ বিজিবির নিকট হস্থান্তর করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, সকালে বিএসএফের দুইজন সদস্য অস্ত্র নিয়ে মনির নামের একজন ব্যক্তিকে আটক করতে ধাওয়া করে। এক পর্যায়ে মনির বাংলাদেশের শুভানগর গ্রামে দৌঁড়ে এলে অস্ত্র নিয়ে ঐ দুই বিএসএফ সদস্যও বাংলাদেশের সীমান্তের প্রায় ২শ’ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ওই গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তিকে রাইফেল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে উত্তেজিত স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে আটক করে।
ঘটনাস্থল থেকে বেলা সোয়া ১১টায় মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির বৌয়ারা বাজার সীমান্ত ফাঁড়ির ইনচার্জ লেন্স নায়েক আবদুল লতিফ।
তিনি জানান, আটককৃতদের বৌয়ারা বাজার সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী আটককৃত একজনের নাম রবিউল এবং অপরজনের নাম এখনো জানা যায়নি।খবর পেয়ে বিজিবির সিনিয়র কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৪:১৪:১৫   ৩১৫ বার পঠিত