মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫

আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ মীর কাশেমের।

Home Page » জাতীয় » আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ মীর কাশেমের।
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫



kasem_156192.jpg

বঙ্গনিউজ ডটকমঃ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাশেম আলীর করা আপিলের সারসংক্ষেপ আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার রাষ্ট্র ও আসামিপক্ষকে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ২৮ মে তারিখে মীর কাশেম আলীর আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। চার সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে ব্যর্থ হলে আপিলের জন্য শুনানি প্রস্তুত রয়েছে বলে গণ্য হবে বলেও জানিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় গত বছরের ২ নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। দণ্ডাদেশ ঘোষণার এক মাস পর ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম।

বাংলাদেশ সময়: ১২:২৫:২৮   ৩৯৫ বার পঠিত