রবিবার, ১৬ আগস্ট ২০১৫

ইউরোপে বাড়তি সময় পেল গুগল

Home Page » এক্সক্লুসিভ » ইউরোপে বাড়তি সময় পেল গুগল
রবিবার, ১৬ আগস্ট ২০১৫



  •  

বঙ্গনিউজ ডটকমঃ এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের অভিযোগের উত্তর দেওয়ার সময়সীমা ১৭ জুলাই থেকে পিছিয়ে ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অগাস্টের দ্বিতীয় বৃহস্পতিবার নিশ্চিত করেছেন গুগলের এক মুখপাত্র।

ইউরোপিয়ান কমিশন গুগলের বিরুদ্ধে সার্চ রেজাল্টে নিজস্ব সেবা ও পণ্য অন্যান্য প্রতিষ্ঠানের সেবা ও পণ্যের তুলনায় তুলনায় প্রাধান্য দেওয়ার অভিযোগ আনে চলতি বছরের এপ্রিল মাসে। অভিযোগের বিপরীতে উত্তর দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য গুগলের আবদনের পরিপ্রেক্ষিতেই সময় বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে কমিশন।

ইউরোপিয়ান কমিশনের অভিযোগ গুগল ‘লোকচক্ষুর আড়ালে’ মোকাবেলা করার চেষ্টা করবে না বলে সংশ্লিষ্ট এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। ইউরোপিয়ন কমিশনের টানা ৫ বছরের তদন্তের পর এপ্রিল মাসে কমিশনার মারগ্রেথ ভেসটেজার সার্চ রেজাল্টে পক্ষপাতের অভিযোগ তোলেন। ফলে ইউরোপ জুড়ে চাপ আরও বেড়েছে গুগলের উপর।

এর মধ্যে তিনবার ইউরোপিয়ান কমিশনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গুগল। দোষী প্রমাণিত হলে বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৬   ৩৩৯ বার পঠিত