রবিবার, ১৬ আগস্ট ২০১৫

পরোপকারী ক্রীড়া ব্যক্তিত্ব রোনালদো

Home Page » খেলা » পরোপকারী ক্রীড়া ব্যক্তিত্ব রোনালদো
রবিবার, ১৬ আগস্ট ২০১৫



Ronaldoবঙ্গনিউজ ডটকমঃ বিশ্বের সবচেয়ে পরোপকারী ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট অ্যাথলেটিকস গন গুড পর্তুগিজ অধিনায়ককে বিশ্বের পরোপকারী খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে। পরোপকারী ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচনে অ্যাথলেটিকস গন গুডের সঙ্গে একত্রে কাজ করেছে ডুসামথিংডট ওআরজি নামের আরেকটি প্রতিষ্ঠান। ওই দুই প্রতিষ্ঠানের জরিপে, ফিল্ডে দাতব্য কাজে এগিয়ে রয়েছেন রোনালদো। ১০ বছর বয়সী এক বালকের মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য ৮৩ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন তিনি। শুধু ওই বালকের চিকিৎসা খরচই নয়, মাদেইরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে ১৬৫,০০০ মার্কিন ডলার আর্থিক সাহায্য দিয়েছেন রোনালদো। ২০০৮ সালে এই কেন্দ্রে স্তন ক্যান্সারের চিকিৎসা করিয়ে ছিলেন রোনালদোর মা ডোরোরেস আভেরো। তালিকায় রোনালদোর সঙ্গে আরও রয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার, রেসলার জন সেনা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার ফিঙ্গার স্ক্যাটার উনা কিম

বাংলাদেশ সময়: ১৩:৫৮:৩৫   ৩৩৬ বার পঠিত